Daily News BD Online

হঠাৎ বাড়ল স্বর্ণের দাম



 বড় দরপতনের পর বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৯ দশমিক ৬৬ ডলার। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ২৬৯৮ দশমিক ৯৪ ডলার।


সপ্তাহ হিসাবে, গত ৩০ ডিসেম্বর স্বর্ণের আউন্স ছিল ২ হাজার ৫৯৯ ডলার। গত সপ্তাহের লেনদেন শেষে ২ হাজার ৬৯৮ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯৯ ডলারের ওপর। সবশেষ সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা।

সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমার স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবার পাকা স্বর্ণের দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা স্বর্ণের দামে প্রভাব ফেলে।’




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন