এস এম রাসেলঃ
রাজধানী মিরপুরে ৯০ দশকের ছাত্র নেতাদের উদ্যোগে শীত বস্ত্রহীন শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের যেন সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
শীতকালীন মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ৯০ দশকের জাতীয়তাবাদী সাবেক ছাত্রনেতা মোঃ জহির উদ্দিন আহমেদ সোহেল ও মিরপুর থানা বিএনপি'র সাবেক সম্পাদক মন্ডলী সদস্য শাহ আলম এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮ টায় মিরপুর থানাধীন মসজিদ মার্কেট এলাকার তালতলা মাঠ সংলগ্ন অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, "বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, "ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য হানিফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রনেতা এস,এম শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মিরপুরের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় দুশতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।