Daily News BD Online

একাধিক মামলা ও অভিযোগ করেও ধরাছোঁয়ার বাইরে আসামী

 


  • পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর) : 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, পুলিশ তদন্তে সঠিক নিরপেক্ষতা বজায় রাখছে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীসহ স্থানীয় সেতাবগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রথম মামলা: ২০২৩ সালের ১০ ডিসেম্বর বোচাগঞ্জ থানার মামলা নং ৪/১০/১২/২০২৩ এর আসামি ১) লাইসুর রহমান, ২) লিপি আক্তার, এবং ৩) আশা আক্তারকে পুলিশ গ্রেফতার করে দিনাজপুর আদালতে প্রেরণ করে। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই হলন রায় মোটা অংকের টাকার প্রলোভনে চার্জশিটে অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মামলাটি দিনাজপুর কোর্টে বিচারাধীন রয়েছে (সিআর নং ১২৯/১১/১২/২০২৩)।

দ্বিতীয় মামলা: দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর মামলা নং ৯০১/২৪ এ ৫ জন আসামি করা হয়। তদন্ত শেষে পিবিআই এই মামলার প্রতিবেদন দাখিল করেছে। আসামিরা হলেন:
১) লাইসুর রহমান, ২) আঃ মালেক, ৩) মিরা কাশ্মিরী, ৪) আশা আক্তার, ৫) লিপি আক্তার।

তৃতীয় মামলা: একই আদালতে সিআর নং ২৪৩/২৪ মামলায় ৩ জনকে আসামি করা হয়।
১) লাইসুর রহমান, ২) লিপি আক্তার, ৩) আশা আক্তার।

চতুর্থ মামলা: দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর নং ১৮৪/২৪-এ একজন আসামি করা হয়: ১) আশা আক্তার।

পঞ্চম মামলা: দিনাজপুর নির্বাহী আদালতে মামলা নং ৯২পি/২৪-এ ৭ জন আসামি করা হয়েছে।
১) আশা আক্তার, ২) লাইসুর রহমান, ৩) লিপি আক্তার, ৪) রাশিদা আক্তার, ৫) দেলোয়ার হোসেন, ৬) নয়ন মিয়া, ৭) রুবেল ওরফে হাসিব।

ষষ্ঠ ঘটনা: দিনাজপুর কোতয়ালী থানার সাধারণ ডায়েরি নং ২১৯৫/৩১/১/২৪-এ ২ শিশু নিখোঁজের অভিযোগ রয়েছে। ভিকটিমরা হলেন ১) জান্নাতি আক্তার (৪) ও ২) মীম আক্তার (৩)। এ ঘটনায় আসামি করা হয়েছে আশা আক্তারকে।

সপ্তম অভিযোগ: বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি নং ৩৩১/২৪-এ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়:
১) আশা আক্তার, ২) লাইসুর রহমান, ৩) লিপি আক্তার, ৪) নয়ন মিয়া, ৫) রাশিদা আক্তার, ৬) দেলোয়ার হোসেন।

অষ্টম অভিযোগ: ২০২৪ সালের ১৪ নভেম্বর বোচাগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখিত ঘটনাগুলোর ভিত্তিতে স্থানীয় জনগণের দাবি, পুলিশ যেন অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনে। অভিযোগকারীরা দাবি করেন, পুলিশ যদি নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত করত, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দেরি হতো না।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। তাদের আহ্বান, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন