বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড এখন জাতীয় নির্বাচনের দিকে মনোযোগী। দলটির নির্বাচনমুখী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বর্ধিত সভা থেকে।
সভাটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে। এতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর, জেলা, থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। এছাড়া, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং প্রাথমিক মনোনয়নপত্র গ্রহণ করা নেতাদেরও সভায় থাকার কথা রয়েছে।
এর আগে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেছিলেন, যা অনুষ্ঠিত হয়েছিল তার কারাবাসের মাত্র চার দিন আগে। সাত বছর পর, দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বিএনপির নতুন এই বর্ধিত সভা হতে যাচ্ছে।
সভা আয়োজনের সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।