কালিয়াকৈর (গাজীপুর) থেকে মোঃমাইনুল সিকদারঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে তারুণ্যের পিঠা উৎসব পালিত হয়েছে।
শুক্রবার সকালে কালিয়াকৈর অফিসার্স ক্লাব মাঠে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত পিঠা উৎসবে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। এ সময় পিঠার স্টলগুলোতে বিভিন্ন রকমের পিঠা সাজিয়ে রাখেন দোকানীরা। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার সহ মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্ধ।
Tags
গাজীপুর