বিনোদন ডেস্কঃ মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি মঙ্গলবার 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হলো 'বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা'।
ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
২১শে ফেব্রুয়ারী উপলক্ষে ফ্যাশন হাউস গুলো এনেছে নতুন ছোয়া। সাদা কালো তেই যেন ২১শে ফেব্রুয়ারিকে স্পর্শ করে তবে লাল ও পোশাখে একভিন্নতা আনে। হীরা কালেকশন একুশে ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজন করে একটি ক্যাম্পেইন ফটোশুটএর। ফটোশুটটি তারা কেন্দ্রীয় শহীদ মিনার এই করেছেন। বাংলাদেশের সনামধন্য ফ্যাশন কোরিওগ্রাফার কে এম সাকিব এর স্টাইলিংয়ে হীরা কালেকশন করে সুন্দর একটি ফটোশুট। হীরা কালেকশন এর ফ্যাশন ডিসাইনার আশফাক করিম হীরা বলেন আমরা দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। এই ফটোশুট এ মডেল হিসেবে ছিলেন মিস্টার ইউনিভার্স ইমাম মাহমুদ রিফাত এবং আকাশ, রিকি , সাবরিন , ওয়াজিহা। কে এম সাকিব বলেন আমরা আরো কিছু সুন্দর কাজ নিয়ে আসছি শিগ্রই। সবাইকে ২১শে ফেব্রুয়ারী এর শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি জানাই বিশেষ সন্মান।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।