বান্দরবানের লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২২ শ্রমিক অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের গয়াল মারা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে গয়ালমারা রাবার বাগান এলাকায় কাজ করতে যান ২২ শ্রমিক। সেখান থেকে দুপুরে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী।
গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
Tags
বান্দরবান