আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ৪ হাজার ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রতিবেশী দেশটিতে এই পণ্য রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে ৪ হাজার ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ২৬২.৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫.৯৩ মিলিয়ন ডলার।
এআরওয়াই নিউজ বলছে, গত বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানের বাজারে চিনির দাম কেজি প্রতি ২৬ রুপি বেড়েছে এবং গত বছর মুনাফাখোররা কেজি প্রতি ১৮০ রুপি পর্যন্ত দাম বাড়িয়েছিল।
ব্যবসায়ীদের দাবি, মজুদদার মাফিয়া সক্রিয় রয়েছে এবং রমজান ঘনিয়ে আসার সাথে সাথে আরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাকিস্তানে প্রতি মাসে গড়ে চিনির চাহিদা থাকে ৫ লাখ ৫০ হাজার টন, কিন্তু রমজানের সময় তা লাফিয়ে ১০ লাখ টনে পৌঁছে যায়। আর তাই সরকার দ্রুত ব্যবস্থা না নিলে রমজানে চিনির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা।
দেশটির ফেডারেল মন্ত্রিসভা বলেছে, চিনির দাম এই বেঞ্চমার্ক অতিক্রম করলে তাদের রপ্তানি অবিলম্বে বাতিল করা হবে।