চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারিনি : ফিল সিমন্স

 


চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে গেল শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরো কয়েকজন ক্রিকেটারকেও দেখা গিয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধায়নে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন এতদিন। যে কারণে সেরা প্রস্তুতি হয়েছে কি না প্রশ্নে সিমন্স বলেন, 'হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন