রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হবে জানিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, প্রতিদিন প্রায় ৬০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।
তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে। ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সভা আয়োজন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট প্রদানসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সবাই একমত পোষণ করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক(অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) দীনেশ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক ইশরাত জাহান, এফবিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব মো. সাখাওয়াত হোসেন খান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, মীনা বাজারের প্রতিনিধি, ডেইলি শপিং এর প্রতিনিধি, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, ইউনিমার্ট লিমিটেড এর প্রতিনিধি, প্রিন্স বাজার লিমিটেড এর প্রতিনিধি, আগোরা লিমিটেড এর প্রতিনিধি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর প্রতিনিধি, এসিআই লজিস্টিকসের প্রতিনিধি, কারওয়ান বাজার ইসলামিয়া সমিতির প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি।