ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাটাই বন্ধ, ছুটির টাকা পরিশোধ সহ ১৬ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ক্রাউন ওলেন ওয়্যার কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯ টা থেকে ওই এলাকার মাওনা - কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১টা নাগাদ অবরোধ চলছিল। কারখানাটির সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয় ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের ২০২৩-২৪ সালের ছুটির টাকা বাকি পড়ে আছে। এ ছাড়া ঈদ বোনাস, টিফিন বিল , হাজিরা বোনাস দেওয়ার দাবি করে আসছেন তাঁরা। অপরদিকে কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সাথে খারাপ আচরণ বন্ধ করা ও খারাপ আচরণের দায়ে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি তুলেছেন তাঁরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের একজন আমেনা খাতুন। তিনি বলেন, আমাদের বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা করছেন না। অপর শ্রমিক মো. শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের সাথে কারখানার কিছু কর্মকর্তা অত্যন্ত বাজে আচরণ করেন। এসব বন্ধ করে তাদের সব বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন করে যাবেন তারা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন, গণমাধ্যমে কথা বলতেও নারাজ তারা।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ এ এস এম আব্দুন নূর বলেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা সেখানে উপস্থিত হয়েছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে সড়ক থেকে সড়ানোর চেষ্টা করছি।
Tags
গাজীপুর