কালিয়াকৈরে ব্যবসায়ীয় নিকট থেকে ২ লক্ষাধিক টাকা ছিনতাই

 



কালিয়াকৈর (গাজীপুর)থেকে মোঃমাইনুল সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নের পাগলা বাড়ির মেলায় জসীমউদ্দীন নামের এক চিড়া,মুড়ি,বিন্নি,বাতাসার ব্যবসায়ীকে কুপিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে ব্যবসায়ী জসীমউদ্দীনের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ব্যবসায়ী জসীমউদ্দীনের বড় ভাই মোশারফ হোসেন বলেন,গত ৪ তারিখ সন্ধ্যায় মেলায় আগত কয়েকজন লোকের সাথে সাজন ধারা এলাকার শামসুল আলমের ছেলে শাওনের(২৭) ঝগড়া হয়।ব্যবসায়ী জসীমউদ্দীন তার দোকানের সামনে ঝগড়া বিবাদ না করতে নিষেধ করেন।এতে শাওন ক্ষিপ্ত হয়ে সাজন ধারা এলাকার মৃত শাহজাহানের ছেলে মোজাম্মেল হোসেনকে(৪৫) খবর দেন।এতে মোজাম্মেল আরো তিন চার জনকে সাথে করে নিয়ে ধারালো অস্ত্র, রড,লাঠি নিয়ে ব্যবসায়ী জসীমউদ্দীন কে বেদম পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে মামলার রজু করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন