কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন




হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি  :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এতে ইকরাম হোসেনকে আহ্বায়ক ও ফয়সাল প্রিন্সকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একপত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

উক্ত জেলা কমিটিতে বিভিন্ন উপজেলার ছাত্র নেতারা স্থান পেয়েছে।নিকলী উপজেলা থেকে আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছে গুরুদয়াল সরকারি কলেজের  অধ্যয়নরত শিক্ষার্থী সামিদুল হক সানি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
 আশিকুর রহমান আশিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আহমেদ,নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন