নিকলীতে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠিত



মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের নিকলীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে  উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা। 


এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,

কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুব উন্নয়ন অফিসার জে. এম সেলিম রেজা,

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুস্তম আলী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, সদর ইউনিয় বিএনপির সভাপতি হারুন আল কাইয়ুম, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদ আনিসুজ্জামান মোহন, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হৃদয় হাসান, সদস্য সচিব রনি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক,বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিপুল সংখ্যাক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বক্তব্যে বলেন, চাকরির পিছনে না ঘুরে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে। প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ শ্লোগানকে শুধু মুখে না বলে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন