এ.বি.এম.হাবিব :
নওগাঁ জেলার মান্দা উপজেলায় আদালতে বিচারাধীন সম্পত্তি অবৈধভাবে জবর-দখলের চেষ্টা করছে আঃ রাজ্জাক নামের এক ব্যক্তি । অভিযোগ পেয়ে,উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতীনা গ্রামে তথ্য সংগ্রহে করতে গেলে জানা যায়, দীর্ঘ দিন ধরে উক্ত বিবাদমান সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই একই এলাকার আব্দুল করিম মন্ডল এবং তার পুত্র আব্দুর রাজ্জাক, এছাড়া আব্দুর রাজ্জাকের পুত্র ফিরোজ হোসেন ও স্ত্রী শেফালী বেগম।
প্রবাসী হাবিবুর রহমানের দীর্ঘ দিন থেকে রেজি: ও ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে সম্পত্তিটি বার বার জবর-দখল করার চেষ্টা করে উক্ত বিবাদী গনেরা।
গত (৫ডিসেম্বর) ২০২৩ খ্রিস্টাব্দে ভুক্তভোগী প্রবাসী হাবিবুরের স্ত্রী, খুশি বেগম নওগাঁ আদালতের শরণাপন্ন হন এবং মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত সম্পত্তির বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে দখলে না যাওয়ার নির্দেশ দেন। তবে সেই আদালতের নির্দেশ, তোয়াক্কা না করে অভিযুক্ত ব্যক্তিরা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহীনি দ্বারা উক্ত সম্পত্তিতে বেআইনি ভাবে দখলে নেওয়ার চেষ্টা করে।
আদালতে পেশকৃত বাদিনীর দেওয়া তথ্য অনুয়ায়ী, অভিযুক্ত ব্যক্তিরা দখলবাজ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী। উক্ত সম্পত্তি দলিলমূলে ভোগদখলে রয়েছেন দলিল গ্রহিতা প্রবাসী মোঃ হাবিবুর রহমান। তবে সম্প্রতি হাবিবুর রহমান প্রবাসে অবস্থান করার সুযোগে অভিযুক্তরা আইন আদালতের তোয়াক্কা না করে জোরপূর্বক উক্ত সম্পত্তি জবর-দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হাবিবুরের স্ত্রী খুশি বেগমকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে আসছে বলে সাংবাদিকদের জানান। খুশি বেগম আরো জানান, সম্পত্তিটি তার স্বামীর নামে দলিল করা এবং প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ভোগদখলে রয়েছেন। তার স্বামী দেশে না থাকার সুযোগে তারা জোরপূর্বক শাষন,গর্জন ও হত্যার হুমকি দিয়ে আসছে তারা। এছাড়াও তারা সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল, দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড সহ অজ্ঞাত আরো বেশ কিছু সন্ত্রাসী বাহীনির উপস্থিততে তারা দখল চেষ্টা চালায়। বর্তমানে প্রবাসীর স্ত্রী, সন্তানেরা আতঙ্কে দিন কাটাইতেছে বলে জানান। তবে সে আইনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল তাই দেশের প্রচলিত আইন অনুযায়ী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী জানান।
এব্যপারে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও, তারা কোন কথাই সাংবাদিকদের সাথে বলবে না বলে জানায়।
বর্তমানে প্রবাসীর স্ত্রী, সন্তান সন্ত্রাসী ও জবর-দখলকারীদের জন্য আতঙ্কে দিনপাত করছে।
Tags
নওগাঁ