ফাহিম ফরহাদ
রাজশাহীতে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২৪ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের রাজশাহী বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বেড়া সরকারি কলেজ (পাবনা)। তারা গোপিনাথপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (জয়পুরহাট)-কে ২-১ গোলে পরাজিত করে।
খেলাটি অনুষ্ঠিত হয় আজ
সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬০ মিনিটের (৩০+৩০) ম্যাচে বেড়া সরকারি কলেজের হৃদয় দুটি গোল করেন, যা দলকে জয়ের পথে এগিয়ে নেয়।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বেড়া সরকারি কলেজ। প্রথমার্ধের ১৫তম মিনিটে হৃদয় গোল করে দলকে এগিয়ে নেন। তবে ২৫তম মিনিটে গোপিনাথপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু ৫০তম মিনিটে আবারও হৃদয় গোল করলে বেড়া সরকারি কলেজ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর আর কোনো গোল হয়নি, ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাবনার দলটি।
বেড়া সরকারি কলেজ দলের খেলোয়াড়রা হলেন: তমাল, সওদাগর, কালু, হৃদয়, আবু বক্কর, আশিক, আছের, মুস্তাকিন, মামুন।
এই জয়ের ফলে বেড়া সরকারি কলেজ টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নিতে আরও এক ধাপ এগিয়ে গেল।
Tags
রাজশাহী