দেশের বক্সিংয়ে নতুন ইতিহাস, পুরুষ বক্সারের নারী ট্রেইনার!


স্পোর্টস ডেস্ক : এ এফ বক্সিং প্রমোশনের ফিমেল চ্যাম্পিয়ন জুই লিমা। এখন পর্যন্ত কোন ম্যাচে সে হারেনি।  মেয়েদের মধ্যে বেস্ট ফাইটার। 

সম্প্রীতি বক্সিং  ট্রেনিং এবং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে, জনপ্রিয় অভিনেতা আসিফ হাসান লায়ন  কে ট্রেনিং করিয়ে আগামী ২৭ই ফেব্রুয়ারি প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে প্রথম এক্সটেনশন  ম্যাচ দিয়ে নতুন এক ইতিহাসে হতে  যাচ্ছে। 

এ এফ বক্সিং এর চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন এটি একটি নতুন বিকল্প ধারার দেশের ইতিহাসে তৈরি হতে চলেছে। 

তার মতে, পুরুষকে তো সবসময় পুরুষেরাই ট্রেনিং  করে, এই প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন জুইলিমা একজন মেইল বক্সারকে ট্রেনিং করিয়ে অন্যরকম ইতিহাস  তৈরি করতে যাচ্ছে। 


আসছে ২৭ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁতে নতুন এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে এএফ বক্সিং প্রমোশন।

বক্সিং ম্যাচটি আয়োজনে স্পন্সর করেছেন এএফ বক্সিং প্রোমোশন,  মোমেন্টস মেমোরেবল এবং কিউট এন্ড ক্লাসি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন