নিকলীতে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা



মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :


কিশোরগঞ্জ নিকলীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক জেলা প্রশাসক ফৌজিয়া খান সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) ২০২৫ সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নিকলী উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ,নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা মৎস অফিসার মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ , উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,যুব উন্নয়ন অফিসার জে. এম সেলিম রেজা, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গণ সাংবাদিকবৃন্দ প্রমুখ।


জেলা প্রশাসক ফৌজিয়া খান বক্তব্যে বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট, চাঁদাবাজ সম্পর্কে কিংবা কী কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সাহস করে এগিয়ে আসুন, চাঁদাবাজ, সিন্ডিকেট, ভেজাল পণ্য তৈরি সম্পের্কে তথ্য দিন। প্রয়োজনে ক্যাব বা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে পুলিশ তাদের সাহায্য করবে। তিনি বলেন, শুধু মাত্র আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, এজন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে। ভেজাল ইফতার সামগ্রী তৈরি না করা, পলিথিন ব্যবহার না করা এবং রাস্তা দখল করে বাজার না বসাতে সকলের প্রতি আহ্বান জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন