নিকলীতে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ পালিত



মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ 

"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুকুর রহমান জুটন,
এ সময় উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফিউদ্দিন, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক মোঃ সাইফুল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, হিন্দু ধর্মীয় প্রতিনিধি, শিক্ষার্থী, নারী ,এনজিও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পপি সংস্থার নিকলী জোনের এপিএম  ধীরেন্দ্র নাথ রায়, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দীন, প্রোগ্রাম অফিসার (লাভলীহুড) জনাব হোসাইনুল কবীর, টেকনিকাল অফিসার (নিউট্রিশন) জনাব মাহফুজুল হক, টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মফিজর রহমান,  পপি নিকলী সদরের সহকারি শাখা ব্যবস্থাপক বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। দিবসটি উপলক্ষে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সংস্থার পিপিইপিপি-ইউ প্রকল্প নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা, সিংপুর  এবং ইটনা উপজেলার ইটনা সদর ও এলংজুরী ইউনিয়নে পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায়  ৫টি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভাগুলোতে পিভিস, সামাজিক উন্নয়ন কেন্দ্রে, মা ও শিশু ফোরাম, প্রতিবন্ধী ফোরামের সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাগুলোতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার  (নিউট্রিশন), অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভহুড), পপি সংস্থার শাখা ব্যবস্থাপক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস২০২৫ উদযাপন উপলক্ষে উক্ত ২টি উপজেলার ৫ ইউনিয়নে আন্ত:সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী)-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন