কালিয়াকৈরে অসহায় মানুষের মাঝে সেহেরি বিতরণ



কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  অসহায়, দুঃস্থ, ছিন্নমূল  মানুষের মাঝে সেহেরী বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার রাতে   গাজীপুর জেলা ছাত্রদলের  সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ  তাহসিন সিকদার এর উদ্যোগে  কালিয়াকৈর বাস টার্মিনাল, ফল পট্টি,  কলেজ রোড, ফুলবাড়িয়া রোড, কালিয়াকৈর বাইপাস ,  ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় অসহায় দুস্থ, ছিন্নমল, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহেরী বিতরণ করা হয়। 
তাহসিন জানান,রমজান মাসে  সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল,   অসহায় মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেওয়া আমার  লক্ষ ও উদ্দেশ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে  সাহায্য করতে পারলে আমার মনে তৃপ্তি আসে।  এই ধরনের কার্যক্রম আগামী দিনেও  চলমান থাকবে । 
এসময় উপস্থিত ছিলেন পাপন, মাহফুজ, সজীব, তাসবীর, মনির, তারেক, জিসান, রিয়াদ, আলিফ, উপজেলা ছাত্রদলের  বিভিন্ন ইউনিটের  নেতৃবৃন্দ। 
তারিখ -৪/৩/২৫ ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন