মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :
“মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
গত সোমবার (৩ মার্চ) বিকালে নিকলী সদর
ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় একশত পরিবারের মাঝে সংগঠন এর সকল সদস্যদের এর আর্থিক সহায়তায় এ ইফতার সামগ্রী বিতরণ করা কার্যক্রম সম্পন্ন করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, চাল , আলো,চিনি, সয়াবিন তেল, পিয়াজ, মুড়ি ও খেজুর। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে নিম্ম আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারি সামগ্রী কেনার সর্মথন হয় না। মানবিক দৃষ্টিকোণ সংঠনটির পক্ষ থেকে প্রথমধাপে চল্লিশ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর সদস্য মাহমুদুল হাসান এর সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর এর ন্যায় এবারও মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন
এর এই মহান ফযীলত পূর্ণ মাসে বিভিন্ন মানবসেবা কার্যক্রম পরিচালনা করছে— তাঁরা বিশ্বাস করে যে রমযানের অন্যতম শিক্ষা হলো মানবতার সেবা করা, অভুক্তদের খাবার দেওয়া অসহায়দের পাশে দাঁড়ানো।
তাঁদের কার্যক্রম গুলো ছিল গরিব ও দুস্থদের জন্য ইফতার ও সেহরি বিতরণ,রমযানের লিফলেট বিতরণ, একটি অসহায় পরিবারে উপার্জন করার মত সেলাই মেশিন কিনে দেওয়া, অসহায় এক বোনের বিয়েতে কিছু সহযোগিতা, এতিম ও অসহায়দের জন্য বিশেষ সাহায্য,
মোহরকোনা বাজারে রোজা মাসে গান বাজনা বন্ধ রাখা,মা বোন দের খতমে তারাবি নামাজ এর জন্য সাউন্ড সিস্টেম এর ব্যবস্থা করা,
সংগঠন এর উপদেষ্টা সহ সকল সদস্য কে সাথে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। আসুন, এই পবিত্র মাসে মানবতার সেবায় এগিয়ে আসি।
এই সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
Tags
কিশোরগঞ্জ