নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজারে অনুষ্ঠিত ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল-২০২৫ এ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন সফল গুণী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে "ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক এওয়ার্ড-২০২৫" এ পুরস্কৃত হয়েছেন বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা লায়ন মো: কাইছার ইকবাল চৌধুরী।
টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি) এর সহযোগিতায় বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটির ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ সাদী উজ-জামান।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ এবং চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো: কাইছার ইকবাল চৌধুরী বলেন, ১২ বছর পূর্বে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান "বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি:"। সফলতার সাথে দীর্ঘ ১২ বছর ধরে হজ্ব, ওমরাহ, বিমান টিকেট ও ওয়ার্কপারমিট ভিসা সেবা দিয়ে দেশের গ্রাহকের কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে সৌদিয়ারব, দুবাই, কাতার, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি কোম্পানিতে সফলতার সহিত দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণ করে আসছে বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি:। যার ফলে একদিকে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেমন দেশের বেকারত্বের হার কমছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আমাদের এই প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, লায়ন কাইছার ইকবাল চৌধুরী একজন গণমাধ্যমকর্মী, সমাজ সেবক ও সফল উদ্যোক্তা। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব চিটাগং এডভান্স সিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন
দৈনিক গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের মহাসচিব সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা প্রাপ্ত হন প্রবাসী সাংবাদিক শিবলী আল সাদিক, কামরুল হাসান জনি। এছাড়াও সম্মাননা প্রাপ্ত হন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম, টিজেএফবির সভাপতি রেদুয়ান খন্দকার, চিত্রনায়িকা নাসরিন রাকা, অনুষ্ঠান উদযাপনা কমিটির সদস্য সচিব হাফিজ রহমান প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক পরিসরে দেশকে তুলে ধরার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।