নিকলীতে ২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ নিকলীতে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,  উপজেলা মৎস অফিসার মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ , উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি সভাপতি
এডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শামীম আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,যুব উন্নয়ন অফিসার জে. এম সেলিম রেজা, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির , উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ষষও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

 সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন