সিরাজগঞ্জে যমুনা নদীতে নবনির্মিত রেলসেতুর ওপর দিয়ে যাত্রীবাহী ১৬ জোড়া ট্রেন চলাচল করছে। বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের নতুন সময়সূচি অনুযায়ী, যমুনা রেলসেতুর ওপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ৫-৩০ মিনিট পর্যন্ত যাত্রার সময় কমেছে।
ট্রেনযাত্রায় সবচেয়ে সময় কমেছে একতা এক্সপ্রেস (৭০৬ ডাউন) ট্রেনের। এ ট্রেন পঞ্চগড় স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে। এ ট্রেন আগে ৭টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাতো। নতুন সময়সূচি অনুযায়ী এ ট্রেন ৩০ মিনিট কম সময়ে গন্তব্য পৌঁছাবে।
ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪ ডাউন) ট্রেন ২০ মিনিট কম সময়ে খুলনা পৌঁছে যাচ্ছে। এ ট্রেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভোর ৪টা ৪০ মিনিটে খুলনা পৌঁছে যাবে। এটি আগে খুলনা পৌঁছাতো ভোর ৫টায়। খুলনা-ঢাকাগামী চিত্রা (আপ-৭৬৩) সময়ের কোনো পরিবর্তন হয়নি। এটি আগের সময়ে খুলনা থেকে সকাল ৯টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকা পৌঁছায়।
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস (আপ-৭৯১) ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছায় ১১টা ৩৫ মিনিটে। এ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত রয়েছে। বনলতা এক্সপ্রেস ডাউন (৭৯২) ঢাকা থেকে ১টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাচ্ছে। আগে এটি ৭টা ৩০ মিনিটে পৌঁছাতো। যমুনা রেলসেতুতে চলাচলের ফলে ১৫ মিনিট আগেই এ ট্রেন গন্তব্য পৌঁছে গেছে।
রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৭০-ডাউন) রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। এটি এখন আগের নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট আগে ঢাকা পৌঁছে যাবে।
লালমনি এক্সপ্রেস (৭৫১ আপ) ঢাকা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৭টা ২০ মিনিটে লালমনিরহাট পৌঁছে। নতুন সময়সূচি অনুযায়ী, এ ট্রেন ১০ মিনিট আগে পৌঁছাবে। লালমনি এক্সপ্রেস (ডাউন ৭৫২) লালমনিরহাট থেকে সকাল ৯টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছে ৭টা ৪০ মিনিটে। এটি আগের সময়ের চেয়ে পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছে।
ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস (আপ-৭০৫) ঢাকা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে পঞ্চগড় পৌঁছাবে রাত ৯টায়। এ ট্রেন আগের সময়সূচিতে চলাচল করছে। একতা এক্সপ্রেস (ডাউন-৭০৬) পঞ্চগড় থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা পৌঁছাবে। এ ট্রেন আগের সময়ের চেয়ে ৩০ মিনিট আগে গন্তব্য পৌঁছে যাচ্ছে।
চিলাহাটি এক্সপ্রেস (ডাউন-৮০৬) চিলাহাটি থেকে ভোর ৬টায় ছেড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছে গেছে। এটি পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ ৭৭৯) রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে ভোর ৫টা ১০ মিনিটে কুড়িগ্রাম পৌঁছে। আগের সময়ের চেয়ে ৩০ মিনিট আগে এখন এ ট্রেন কুড়িগ্রাম পৌঁছে যাচ্ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস (ডাউন ৭৯৮) কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছে ৫টা ১৫ মিনিটে। এটি আগের চেয়ে ১০ মিনিট আগে গন্তব্য পৌঁছে যাচ্ছে।
বুড়িমারী এক্সপ্রেস (৮০৯ আপ) রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে বুড়িমারী পৌঁছাবে। এটি আগে রাত ৮টা ৩০ মিনিটে পৌঁছাতো। বুড়িমারী এক্সপ্রেস (ডাউন-৮১০) বুড়িমারী থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছে সকাল ৮টা ৫০ মিনিটে। এ ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। দ্রুতযান এক্সপ্রেস (আপ-৭৫৭) ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৭টা ১০ মিনিটে পঞ্চগড় পৌঁছে যাচ্ছে। এ ট্রেন আগের সময়সূচির চেয়ে ২৫ মিনিট কম সময়ে চলাচল করছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন (৭৭৫ আপ) ভোর ৬টায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছায়। সিরাজগঞ্জ এক্সপ্রেস ডাউন (৭৭৬) ঢাকা থেকে ৪টা ১৫ মিনিটে ছেড়ে সিরাজগঞ্জ পৌঁছায় ৮টা ৪০ মিনিটে। এ ট্রেন আগের সময়সূচির চেয়ে ১০ মিনিট আগে গন্তব্য পৌঁছেছে।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন মাস্টার সুজন কুমার জানান, রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈশ্বরদী স্টেশন হয়ে চলাচলকারী ১৮ জোড়া ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। দু একটা ট্রেন কিছুটা বিলম্বে চলছে। বিশেষ করে যমুনা রেলসেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো নির্ধারিত সময়ে চলাচল করছে। সাপ্তাহিক ছুটি থাকায় বেশ কিছু ট্রেন চলাচল করছে না।