কমবে দিন-রাতের তাপমাত্রা



গত কয়েকদিনের তুলনায় আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া থাকবে শুষ্ক। সোমবার (৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, এরমধ্যে আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী বুধবার (৫ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

এ ছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালীতে। যার পরিমাণ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়। যার পরিমাণ ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন