নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকার ভূমিদস্যু শফিক খা (৬০) ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে অবৈধভাবে সম্পত্তি দখল, হত্যা চেষ্টা, হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন ভুক্তভোগী রোকসানা বেগম (৪৩)।
ভুক্তভোগী রোকসানা বেগমের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আসামীগণ: ১) শফিক খা (৬০), পিতা: মৃত: রাজা খা, ২) দেলোয়ার (৫০), পিতা: মৃত: ইয়াকুব শেখ, ৩) আলমগীর (৩৬), পিতা: মৃত: মনসুর আলী শেখ, ৪) জাহাঙ্গীর সেক (৪৫), পিতা: মৃত: আনসুর আলী শেখ, ৫) মনির শেখ (৩৫), পিতাঃমৃত: আজিজ শেখ, ৬) মিজু খা (৩৫), পিতা: মৃত: সামেদ খা, ৭) আহমেদ শেখ, পিতা: মৃত: মালেক দারোগা, ৮) সায়েদ দেওয়ান, পিতাঃ মৃতঃ হাসেম দেওয়ান, সর্ব সাং-পশ্চিম রাজদিয়া, সিরাজদিখান, মুন্সীগঞ্জগণ সহ আরোও অজ্ঞাত নামা ১৫-২০ আসামীগণ দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান উপজেলাধীন পশ্চিম রাজদিয়া মৌজাস্থিত আমার মাতার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি জবর দখল করা পায়তারা করিতেছে। এরই ধারাবাহিকতা আমি আমাদের ভূমিতে ১৯/০৯/২০২০খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় বসত নর উত্তোলন করার জন্য মালামাল জড়ো করিয়া ঘর উত্তোলণ করিতে থাকাবস্থায় উল্লেখিত আসামীগণ দেশীয় অস্ত্র, কাঠের দাসা, লোহার রড, চাপাতি, হাতুরী দ্বারা হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং আমাদের মারধরের জন্য আগাইয়া আসিলে আমরা এলাকাবাসীর সহযোগিতা প্রাণে রক্ষা পাই। এর আগেও আসামীগণ আমাদের উপর হামলা চালিয়ে গুরুত্বর যখম করে। আমাদের বর্তমানে প্রাণহানির আশংকা আছে বিধায় আপনার স্বরনাপন্ন হইলাম।
এ বিষয়ে ভুক্তভোগী রোকসানা বেগম মুন্সীগঞ্জ থানায় এবং মুন্সীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলেও তিনি জানান।