জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে ভোলায় সাংবাদিকদের নিয়ে সন্মেলন করেছেন সিভিল সার্জন ডাঃ মুহান্মদ মনিরুল ইসলাম । বৃহস্পতিবার দুপুরে (১৩ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে হল রুমে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে সিভিল সার্জন ডাঃ মুহান্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, এটি গুরুপ্তপূর্ন জাতীয় কর্মসূচী।
এ বছর ১৫ মার্চ শনিবার, ৬ থেকে ১১ মাস বয়সী-৩৩ হাজার ৯০০ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ বছর বয়সী-২ লাখ ৫৫ হাজার ৬৭০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯টি স্থায়ীসহ, ১৬৮৯টি কেন্দ্রে আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। র্দুগম চরাঞ্চলে, বাস ষ্টান্ড এবং লঞ্চ ঘাটেও কেন্দ্র থাকবে। এই বয়সী কোন শিশু বাদ পরলে টানা ৪ দিন পর্যন্ত খুজে খুজে বেড় করে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল পুষ্টি সেক্টরের একটি গুরুপ্তপূর্ণ । শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারিরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিরোধ জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল একটি অত্যাবশ্যকীয় । এ সময় তত্ত্বাবধায়ক ডাঃ শেখ সুপিয়ান রুস্তম, প্রিন্ট ও টেলিভিশনের সাংবাদিকগন ও স্বাস্থ্যবিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।