গেন্ডারিয়া থানায় সিয়াম হত্যা মামলার আসামী সোহাদ গ্রেফতার

 


নিজস্ব সংবাদদাতা : রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকা হয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি সোহাদকে গ্রেফতার করেছে পুলিশ । তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামীকে তাত্ক্ষনিক গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মনজুরুল হাসান মাসুদ।

গত ৭ মার্চ  গেন্ডারিয়া থানা দিন ঢালকানগর এলাকায় শহীদ  চেয়ারম্যানের পুরনো বাড়ির সামনে পাকা রাস্তার উপর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া কিশোর গ্যাং এর  সদস্যরা ভিকটিম সিয়াম কে ধারালো  অস্ত্র দ্বারা কুপিয়ে খুন করে দ্রুত পালিয়ে যায়। 

অফিসার ইনচার্জ গেন্ডারিয়া থানার দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মনজুরুল হাসান মাসুদ সঙ্গীয় এসআই সাইদুজ্জামান সহ অন্যান্য অফিসার ফোর্স এর সহায়তায় আসামি সোহাদকে তথ্য প্রযুক্তির মাধ্যমে  তাৎক্ষণিকভাবে  গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামি ঘটনার  সাথে জড়িত আছে মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় মামলা রেকর্ড  করা হয়েছে।  ধৃত আসামিকে শনিবার ০৮ মার্চ  আদালতে প্রেরণ  করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন