বুড়িচংয়ে সর্বস্তরের সচেতন নাগরীকের বিক্ষোভ মিছিল


দেশ ব্যাপী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি কারী শাহবাগীদের প্রতিহত করতে বুড়িচংয়ে সর্বস্তরের সচেতন নাগরীকের বিক্ষোভ

সৌরভ মাহমুদ হারুন।। 

বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বস্তরের সচেতন নাগরীক বৃন্দের আয়োজনে দেশ ব্যাপী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি কারী শাহবাগীদের প্রতিহত করতে ও তাদের বিগত দিনের মানবতা বিরোধী  অপরাধ ও ফ্যাসীবাদের  পৃষ্ঠ পোষ্ঠকতার অপরাধে বিচার  নিশ্চিত করতে উপজেলা পরিষদের গেইট থেকে এক বিক্ষোভ মিছিল  বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  সাধারণ   ছাত্রদের পক্ষে  মেঃ সাব্বির আহমেদ, কামরুজ্জান পিয়াস, তারিকুল ইসলাম পিয়াস, সাকিল আহমেদ, নিয়াজ সিদ্দিকী, আরিফ আহমেদ, নুরে আলম, আশিকুল ইসলাম, কাওমি ও আলিয়া মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন  মাওলানা মোঃ নাজমুল ইসলাম, মাওলানা মোঃ হাবিব উল্লাহ চৌধুরী, সিনিয়র শিক্ষক কামরুল হাসান, সিনিয়র শিক্ষক উসামা বিনতে নাদিয়া, হাবিবুর রহমান, রেদোয়ান ইসলাম, আসাদ উল্লাহ, আব্দুল কাইয়ূম ও মোছলেম উদ্দিন প্রমূখ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন