টাঙ্গাইলে সালিশি বৈঠকে দুই গ্রামবাসীর সংঘর্ষ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে বাংড়া ইউনিয়নের সোলাকুড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি বাংড়া চিশতিয়া দরবার শরিফে ওরস মাহফিল চলাকালে সাকরাইল- মুলিয়া দুই গ্রামের ছেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার দুপুরে সোলাকুড়া বাজারে সালিশি বৈঠক শুরু হয়। বৈঠকে সাকরাইল গ্রামের লোকজন উপস্থিত না হওয়ায় উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে মুলিয়া ও সহদেবপুর গ্রামের লোকজন একত্র হয়ে সোলাকুড়া বাজারে সাকরাইল গ্রামের ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর চালাতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন