নিকলীতে জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা




মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ :

"তোমার আমার বাংলাদেশে"ভোট দিব মিলেমিশে" এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ২ মার্চ সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাচন অফিস আয়োজনে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে, ইউ ডি এফ দূর্গা রানী সাহা,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান গণ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন