পীরগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম


রংপুর জেলা প্রতিনিধি, আনোয়ার হোসেন :

পীরগঞ্জ (রংপুর)এর কাদিরাবাদ এলাকায় অবস্থিত  মোস্তাফিজার রহমান মানিক মন্ডলের ইট ভাটায়, ভ্রাম্যমান আদালত আজ মঙ্গলবার বিকালে এক অভিযান চালিয়ে,বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং হাইকোর্টের নির্দেশে ইট ভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়, এ সময় ভাটা মালিক এবং তার দোসরদের ইন্ধনে,ভাটার শ্রমিক এবং এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে- ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা চালানোর চেষ্টা করে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, ক্ষিপ্ত জনগণের ছোড়া ইট পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ ২টি ভেকুর চালক আহত হয়।পরে অতিরিক্ত পুলিশ এবং যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন,এবং এদিন সন্ধ্যার পূর্বেই ভাটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এদিন সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত,বিষয়টির ব্যাপারে সরকারি কাজে বাঁধা দেওয়াএবংআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অভিযোগে পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন