আমের মৌসুম অনেক আগেই শেষ হয়েছে। নতুন মৌসুমের আমের জন্য ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা। এর মধ্যে রমজান মাসে দেখা মিলছে পরিপক্ক বারোমাসি জাতের কাটিমন আম। রমজান মাসকে টার্গেট করে এই বারোমাসি কাটিমন আম চাষ করেছেন বরেন্দ্র অঞ্চলের কৃষি উদ্যোক্তা রুবেল হোসেন।
সরেজমিনে রুবেল হোসেনের আম বাগানে গিয়ে দেখা যায়, ছোট ছোট সারিবদ্ধ গাছ। পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে পরিপক্ক আম। আমের ভারে যেন নুইয়ে পড়েছে গাছের ডাল। ইউটিউবে বারোমাসি কাটিমন আম চাষ দেখে এই আম চাষে উদ্বুদ্ধ হন রুবেল হোসেন। তিন বছর আগে প্রায় ২০ বিঘা জমিতে গড়ে তোলেন কাটিমন আম বাগান। বর্তমানে তার বাগানে প্রায় আড়াইশ মণ আম রয়েছে। এরই মধ্যে আম বিক্রি শুরু করেছেন। বছরের বিভিন্ন সময় ভেদে প্রতি কেজি আম বিক্রি হয় ২৫০ থেকে ৪০০ টাকা দরে। তবে এখন আম বিক্রি করছেন ৩০০ থেকে ৩৪০ টাকা দরে। এবার প্রায় ২৫ লাখ টাকার আম বিক্রি হবে এবং সব খরচ বাদে ১৫ লাখ টাকা লাভের আশা করছেন রুবেল হোসেন।
আমচাষি রুবেল হোসেন জানান, ইউটিউবে কাটিমন আমের বাগান দেখে আমি আম বাগান করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ২০২১ সাল থেকে এ আম চাষ করছি। এই আমের বৈশিষ্ট্য হচ্ছে আম ফলন পাওয়ার তিন থেকে চার মাস আগে থেকে পরিকল্পনা করতে হয়। এছাড়া খরচ বাদ দিয়ে আমার এখানে প্রফিট ভালোই থাকে। ২৫০, ৩০০ ও ৪০০ টাকা পর্যন্ত দরে আম বিক্রি করতে পারি। একেক সময় একেক রকম দরে আম বিক্রি করতে পারি।