অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
বিএসএফের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ও অবৈধ কার্যক্রম ঠেকাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিএসএফ। গত দুই সপ্তাহে এই সীমান্ত থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ভারতীয় দুই দালাল রয়েছেন। বাকি ৯ জন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তারকৃতরা আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত।
একই সময়ে ২ কোটি ১৩ লাখ রুপি মূল্যের অবৈধ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে বলে বিএসএফের বিবৃতিতে জানানো হয়েছে।