সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

 


আব্দুল জলিল, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ আটকের ঘটনা ঘটে।


আটক হওয়া ইব্রাহিম গাজী (২১) উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে।
কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার হওয়া প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা যায়। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি।


বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসতঘরের পশ্চিম পার্শ্বের বারান্দায় ওই প্রতিবন্ধী শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।


কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমকে কোর্টের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন