ইউপি সদস্যের নেতৃত্বে জবাই করা হয় বিলুপ্ত মদনটাক পাখিটি।
বরগুনায় একটি মদনটাক পাখিকে জবাই করে মাংস ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাখিটিকে হত্যা করা হয়। অভিযুক্ত ইউপি সদস্য ঘটনার পর থেকে পলাতক।
সোমবার (১০ মার্চ) বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ের ফসলি মাঠে আহত অবস্থায় পড়ে ছিল বিলুপ্তপ্রায় মদনটাক পাখিটি। শিশুদের মাধ্যমে খবর পেয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা মিলে পাখিটিকে ধরে নিয়ে জবাই করেন এবং মাংস ভাগ করে নেন।
বন ও পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, ‘এটি দুঃখজনক ও বর্বর ঘটনা। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এমন কাজ সত্যিই নিন্দনীয়। বন্যপ্রাণী দিবস পালনের পরও আমরা মানুষকে সচেতন করতে পারছি না, যা অত্যন্ত হতাশাজনক।’
বন বিভাগের বরগুনা সদর বিট অফিসার জালাল আহমেদ খান জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাখিটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর ইউপি সদস্যসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন- বন বিভাগ এবং প্রশাসনের নজরদারি কবে কার্যকর হবে?