রামচন্দ্রপুরে অপপ্রচারের প্রতিবাদে গোসাই দেবনাথের সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার : অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ গ্রামের মৃত হরিলাল দেবনাথের ছেলে গোসাই দেবনাথ। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ গ্রামের মৃত হরিলাল দেবনাথের ছেলে গোসাই দেবনাথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। মঙ্গলবার দুপুরে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রপাকান্ড ছড়াচ্ছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন ও আলামিন।

কান্নাজড়িত কন্ঠে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গোসাই দেবনাথ বলেন, আমাদের বাপ-দাদারা জমিদার প্রথা ছিল। আমি জমিদার পরিবারের একজন। সম্মত্তির লোভে জন্মের পর থেকেই আমাকে মেরে ফেলার জন্য একাধিকবার ষড়যন্ত্র করেছে এরা। এখনো তা অব্যাহত রেখেছে। ফলে আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। 

আমার সম্পত্তি এরা দখল করে আমাকে ই প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি আত্মরক্ষার জন্য  এদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছি, এরপর ও প্রতিনিয়ত এরা আমাকে হুমকি ধমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি কাউকে মামলা দিয়ে হয়রানি করিনি, বরং আমাকে একাধিকবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। মামলায় জর্জড়িত হয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমাকে মাদক সেবনকারী হিসেবে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে সহসাই আমি অপপ্রচার কারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন