মোঃমাইনুল সিকদারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রামে মসজিদের দরজা ভেঙে আইপিএস,ব্যাটারী ও দান বাক্স ভেঙে টাকা পয়সা লুটের ঘটনা ঘটেছে।ওই মসজিদের মুসল্লি দুলাল হোসেন জানান, সোমবার সেহরি খাওয়ার পর ফজরের নামাজের সময়ও সবকিছু ঠিকঠাক ছিল। নামাজ শেষ করে মুসল্লিরা চলে গেলে তারপর যেকোনো সময় দুর্বৃত্তরা ওই মসজিদের দরজা ভেঙে আইপিএস ব্যাটারি ও দান বাক্স ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। মসজিদ কমিটির সভাপতি ইমারত হোসেন বলেন আইপিএস ও ব্যাটারী আনুমানিক ৫০ হাজার টাকা মূল্য এবং দানবাক্সে কত টাকা ছিল আমার জানা নেই। তিনি বলেন এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Tags
গাজীপুর