গেন্ডারিয়া থানা পুলিশের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১



নিজস্ব সংবাদদাতা: ৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে গেন্ডারিয়া থানার পরিদর্শক তদন্ত মনজুরুল  হাসান মাসুদের নেতৃত্বে সঙ্গীয় এস আই আমির হোসেনসহ বিশেষ অভিযান পরিচালনা করে  গেন্ডারিয়া থানাদিন দয়াগঞ্জ এলাকা থেকে  ত্রিশ পুড়িয়া হিরোইন সহ আসামি রবিনকে গ্রেফতার করা হয়। আসামী রবিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন রয়েছে ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানা সহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনজুরুল  হাসান মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ত্রিশ পুড়িয়া হেরোইন সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ধৃত আসামীর  বিরুদ্ধে যাত্রিবাড়ি ও গেন্ডারিয়া থানায় বিভিন্ন অপরাধে অন্তত ১৪টি মামলা রয়েছে । তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন