সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১ পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. আল নোমান, সহকারী কর্মকর্তা সাবরিনা সুলতানা, কাম-কম্পিউটার অপারেটর সেলিনা আক্তার ও ডাটা এন্ট্রি অপারেটর সাকি সেব। আরো উপস্থিত ছিলেন, মো. শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ, আলী হোসেন, আলমগীর হোসেন, মো. মাসুম আহমেদ।
কর্মসূচী পালন কালে উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আল নোমান বলেন, নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যাক্তিগত ও গোপনীয় তথ্য কমিশনের কাছে আমানত হিসেবে সংরক্ষিত। সাংবিধানিক ভাবে কমিশন এই তথ্য অন্য কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তÍর হলে নাগরিকদের তথ্য হুমকির মুখে পড়বে।