নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের মাটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে তোয়াজের পিউবি ডরমেটরিতে "সিয়ং কলনস্ট্রাকশন কোম্পানির" সিনিয়র সুপারভিশনদের আয়োজনে বিশাল এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন সাজ্জাদ, রুহুল এবং বিপ্লবসহ অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন হাবিব, রানা, রায়হান, আসাদ, আব্দুল্লাহ, জিকু মিলন।
অত্র ইফতারিতে বিভিন্ন স্থানের অবস্থানরত বাংলাদেশীরা অংশ নেন।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম, সহমর্মিতা, কায়িক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন, তোয়াজের পিউবি ডরমেটরিতে "সিয়ং কলনস্ট্রাকশন কোম্পানির" সিনিয়র সুপারভিশনদের তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।
তোয়াজের পিউবি ডরমেটরিতে "সিয়ং কলনস্ট্রাকশন কোম্পানির" কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।