পাবনায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে যুবক আটক

 


পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের সময় বাকী বিল্লাহ নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয় তাকে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রবাসীর স্ত্রী বাদী হয়ে বাকী বিল্লাহকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে, বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরভদ্রকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বাকীবিল্লাহ মিয়াপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের লোকমানের ছেলে ২ সন্তানের জনক বাকী বিল্লাহর সঙ্গে চরভদ্রকোলা গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাত ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় বাকীবিল্লাহ প্রবাসীর স্ত্রীর শয়ন কক্ষে ডুকে অনৈতিক সম্পর্কে মিলিত হয়।

এ সময় এলাকার লোকজন টের পেয়ে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেন। পরে এলাকাবাসী তাদেরকে ঘরের বাহিরে আসার জন্য বলে। তারা ঘরের বাহিরে না আসায় ঘরের জানালা খুলে লোকজন ভিতরে প্রবেশ করে বাকীবিল্লাকে হাতেনাতে ধরে ফেলে। তাকে এলাকাবাসী গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল  থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষককে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন