চট্টগ্রামে বাসার ভেতর পড়ে ছিল বোনের গলা কাটা মরদেহ


চট্টগ্রাম নগরের এক ভাড়া বাসা থেকে তানজিনা বেগম (২৩) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে পুলিশ পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী হৃদয় মিয়া। তারা দুজনই পোশাক কারখানার শ্রমিক। নিহত নারীর গ্রামের বাড়ি নেত্রকোণার নান্দাইল উপজেলায়। স্বামী ও ভাইকে নিয়ে উক্ত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তানজিনা। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে তানজিনাকে খুন করে তার স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের। 

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পতেঙ্গার খালপাড় এলাকার একটি ভবনের নিচতলার ভাড়া বাসায় তানজিনার সঙ্গে দুই ভাইও থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর রক্তাক্ত অবস্থায় মেঝেতে তানজিনার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

ওসি শফিকুল আরও বলেন, তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত তানজিনার ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তানজিনাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন