পারভেজ হত্যার প্রতিবাদে উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি

 


উত্তরা প্রতিনিধি : উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি। সংগঠনের নেতা আকরাম হোসেন আকিবের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে নিহত নেতার স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসাথে বক্তারা এই নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ছাত্রদল নেতা আকরাম হোসেন আকিব বলেন, "পারভেজ ছিল আমাদের একজন সাহসী ও আদর্শিক কর্মী। তার মতো একজন সংগঠকের হত্যাকাণ্ড শুধু ছাত্রদলের জন্য নয়, পুরো জাতির জন্যই এক দুঃখজনক ঘটনা। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ন্যায়ের পক্ষে আমরা রাজপথে আছি এবং থাকবো।"


বক্তারা আরও বলেন, "ছাত্রদল নেতা পারভেজের হত্যাকাণ্ড ছিল এক চরম অন্যায় ও মানবতার প্রতি চ্যালেঞ্জ। আমরা এর বিচার চাই এবং দাবি জানাই যেন এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হয়।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন