দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীকে তালাকের পর ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সোহাগ ইসলাম (২১) নামের এক যুবক। এসময় তিনি নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ বলে ঘোষণা করেন।
রোববার (২০ এপ্রিল) উপজেলার সুজালপুর গ্রামের এ ঘটনা ঘটে। সোহাগ ইসলাম ওই গ্রামের আবদুর রহিমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোহাগ ইসলাম ১৭ মাস আগে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে মতবিরোধ শুরু হয়। এক পর্যায়ে সেটি পারিবারিক কলহে রূপ নেয়। শেষ অবধি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অনেক দেন দরবারের ২০ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে তারা একে অপরকে তালাক দেন।
বিচ্ছেদের পর স্থানীয় বাজার থেকে ১০ লিটার দুধ কিনে গোসল করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন তিনি। এ ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।
এ বিষয়ে সোহাগ ইসলাম বলেন, বিয়ের শুরুটা ভালোই ছিল। কিন্তু দিন যত গড়িয়েছে, ততই সংসারে অশান্তি বেড়েছে। বহু চেষ্টা করেও পরিস্থিতি ঠিক করা সম্ভব হয়নি। তাই নিজেকে ও পরিবারকে মুক্ত রাখতে বিবাহ বিচ্ছেদের এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
সোহাগের বাবা মো. আবদুর রহিম বলেন, ছেলের জীবনে এমন পরিস্থিতি আসবে ভাবিনি। আমরা চেয়েছিলাম ছেলের সুখের সংসার হোক, কিন্তু বিয়ের পর থেকে মেয়ে ও তার পরিবারের খারাপ আচরণের কারণে সংসারে অশান্তি লেগে ছিল।