ডিপ্লোমা নার্সদের ডিগ্রী সমমানের দাবিতে সারা দেশে বিক্ষোভে উত্তাল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি(পাস) কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। দাবি জানিয়ে গত ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। নার্সিং শিক্ষার উন্নয়ন এর মাধ্যমেই জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব।

নার্সিংয়ের এক শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, আমরা এইচএসসি পাস করে তিন বছর পড়াশোনা করে আবার ৬ মাসের ইন্টার্নশিপ করি, এরপরেও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান, এই বৈষম্য দূর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে।

বরিশাল : ডিপ্লোমা ইন নার্স কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নার্স শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)।

পটুয়াখালী : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী জেলার নার্সিং শিক্ষার্থীরা। সোমবার সকাল সারে ১০টায় পটুয়াখালী নার্সিং ইন্সটিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) পটুয়াখালী জেলা শাখা।

রাজশাহী : রাজশাহী মহানগরীতে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমর্যাদার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
বিক্ষোভ সমাবেশে জানানো হয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করতে হবে। এই একটি দাবিতে রাজশাহী মহানগরীর সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিলে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। এই মানববন্ধনে নার্সিং ও  মিডওয়াইফারির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমাবেশে এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানতে হবে। আমাদের এই একটি হচ্ছে প্রাণের দাবি।

বরগুনা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার ১ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) বরগুনা জেলা শাখা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স  এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস এর সম্মান করতে হবে। কারণ আমরা কোর্সের পাশাপাশি কর্মরত নার্সদের পাশাপাশি আমরা শিক্ষার্থীরা জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছি। তার বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না। যতক্ষণে আমাদের এই এক দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণে আমরা হাসপাতালে রোগীদের সেবায় যাচ্ছি না।

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাঙ্গামাটি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। তার আগে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাঙ্গামাটি হাসপাতালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ : নওগাঁয় ডিপ্লোমা নার্সদের স্নাতক ডিগ্রি সমমানের (ডিগ্রী পাস কোর্স) মর্যাদার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শহরের কাজীর মোড়ে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা।

যশোর : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে ডিগ্রি সমমান করার দাবীতে সোমবার (২১ এপ্রিল) সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে নার্সিং শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন