ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে ভোলা নাসিং ও মিডওয়াইফারি কলেজের সামনে অবস্থান নিয়ে নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।
বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
ভোলা নার্সিং ইনস্টিটিউট ও মিওয়াইফারি কলেজ চত্বরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান করে। ক্লাস ও সকল দায়িত্ব বর্জন করে প্রায় দুই শকাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
এসময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন।
দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অসংগতি, অবমূল্যায়নের কারণে সৃষ্ট জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে তাদের এ আন্দোলন।