ধানমন্ডিতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডিতে পরপর দুইবার কলিংবেল চাপ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সালমা খাতুন নামে ৫৬ বছর বয়সী এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালমা খাতুন হাজারীবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সালমা খাতুনের বাড়ি ময়মনসিংহে।

মামলায় সালমা খাতুন অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তিনি ধানমন্ডির ১৫/এ'র একটি বাড়িতে ছোটা বুয়ার কাজ করেন। প্রতিদিনের মতো তিনি বাড়িটির বিভিন্ন ফ্ল্যাট থেকে ময়লা সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে বিবাদী তানজিদা মাকসুদের বাসায় ময়লা নেয়ার জন্য তিনি কলিংবেল চাপেন। কিন্তু দরজা না খোলাই তিনি আবারও কলিংবেল চাপ দেন। এরপর বিবাদী দরজা খুলে বের হয়ে এসে বারবার কলিং বেল চাপার কারণ জানতে চান। তখন সালমা খাতুন ময়লা নেয়ার কথা বলেন। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, এসময় বিবাদী হঠাৎ করে সালমা খাতুনের কাছে এসে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নিলাফোলা জখম করে। এ সময় সালমা খাতুনের ডাক-চিৎকারে এই ভবনের ফ্ল্যাটের মালিকগণ এগিয়ে আসেন এবং বিবাদীর হাত থেকে সালমা খাতুনকে উদ্ধার করেন। এ ঘটনায় সালমা খাতুন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

গৃহকর্মী সালমা খাতুন অভিযোগ করেছেন, নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসলে বিবাদী তানজিদা মাকসুদ এবং তার স্বামী মোঃ মাকসুদ তাকে গালাগালির পাশাপাশি ভয়-ভীতি প্রদর্শন করেন এবং মেরে ফেলার হুমকি প্রদান করেন। এরপর নতুন করে এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এঘটনার বিষয়ে অভিযুক্ত মোঃ মাকসুদের কাছে জানতে চাইলে তিনি নির্যাতন এবং মামলার ঘটনাকে মিথ্যা ও বানানো বলে দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম গৃহকর্মী নির্যাতনের সত্যতা স্বীকার করে বলেছেন, এঘটনার তদন্ত চলছে। পাশাপাশি উভয় পক্ষকে নিয়ে আপোষ-মিমাংসারও চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সাধারণ ডায়েরিতে আরো অভিযোগ করা হয়েছে, ফ্ল্যাট মালিক মাকসুদ প্রায় এক বছর ধরে সার্ভিস চার্জও দিচ্ছেন না। তার বিরুদ্ধে হুমকি-ধামকি দিয়ে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন