গাজীপুরে প্রতিবেদন করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত

 


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। রবিবার দুপুরে খিলগাঁও পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী আনন্দ টেলিভিশনের সাংবাদিক শাকিল জানান, সহকর্মী মো. সেলিমকে সঙ্গে নিয়ে তিনি খিলগাঁও এলাকায় আব্দুর রউফ সরকারের বাড়িতে তথ্য যাচাই করতে যান। ভিডিও ধারণের সময় আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার তাদের ওপর চড়াও হন। তিনি দুই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে মোবাইলে ভিডিও ধারণ করেন।

শাকিল বলেন, "আমাদের ভিডিও ধারণের দৃশ্য বিকৃতভাবে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছি।"

বিষয়টি টেলিভিশন কর্তৃপক্ষ ও পূবাইল থানাকে জানালে অভিযুক্ত সোলায়মান আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দুই সাংবাদিককে উদ্ধার করেন।

পূবাইল থানায় গিয়ে শাকিল ও সেলিম সাধারণ ডায়েরি করেন।

ঘটনার নিন্দা জানিয়ে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তাদের কাজে বাধা দেওয়া বা হেনস্তা করা দুঃখজনক। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন