হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ছবি: সংগৃহীত
 

হবিগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তার নি‌য়ে সিলেট হবিগঞ্জ জেলার আজ‌মিরীগ‌ঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। আজ‌মিরীগ‌ঞ্জের নোয়াগড় গ্রা‌মে আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকা‌লে ঘণ্টাব্যাপী এই সংঘ‌র্ষ হয়।

স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রা‌মে আধিপত্য বিস্তার নি‌য়ে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার মধ্যে বি‌রোধ চলে আসছিল। এর জের ধ‌রে আজ সকা‌লে  উভয়পক্ষ দেশীয় অস্ত্র নি‌য়ে ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষে জড়ায়। এতে উভয়প‌ক্ষের প্রায় অর্ধশত লোক আহত হ‌য়ে‌ছে। আহতদের বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। সংঘর্ষে ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজ‌মিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান। ওসি ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন